বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচী শুরু করেছে ভারত
আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচী শুরু করতে যাচ্ছে ভারত।
আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিশ্বের অন্যতম বৃহৎ এ গণটিকাদান কর্মসূচীর উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর রয়টার্সের।
এর আওতায় স্বাস্থ্যকর্মীসহ প্রথমেই ৩ কোটি সম্মুখসারির কর্মীকে টিকা দেয়া হবে। ভিডিওকনফারেন্সিং এর মাধ্যমে ডাক্তার, নার্স এবং অন্যান্য সম্মুখসারির যোদ্ধাদের টিকাগ্রহণের জন্য আহ্বান জানানো মোদি নিজেই প্রথম দফায় ভ্যাকসিন গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, " আয়তনের দিক থেকে এটিই হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ টিকাদান কর্মসূচী।"
প্রথম দিন দেশের ৩,০০৬টি কেন্দ্রের প্রতিটিতে স্বেচ্ছায় প্রায় ১০০ জনকে টিকাপ্রদান করা হবে।
তবে টিকাপ্রাপ্তরা নিজেদের ইচ্ছামত অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরী ভ্যাকসিন এবং ভারত-বায়োটেকের তৈরী ভ্যাকসিনের ভেতর থেকে বাছাই করতে পারবেন না। এই দুই ভ্যাকসিনই ভারতে স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে।
ভারতীয় সরকার ইতিমধ্যে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার 'কোভিশিল্ড' ভ্যাকসিনের ১১ মিলিয়ন ডোজ এবং ভারত-বায়োটেকের 'কোভ্যাকসিন' এর ৫.৫ মিলিয়ন ডোজ কিনে রেখেছে।
ভারতীয় ওষুধ নিয়ন্ত্রকের মতে, কোভিশিল্ড ৭২ শতাংশ কার্যকর, অন্যদিকে ভারত-বায়োটেক উৎপাদিত কোভ্যাকসিনের শেষ দফার ট্রায়ালের ফলাফল মার্চের ভেতর আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান এখন দ্বিতীয় এবং মৃত্যু বিবেচনায় তৃতীয়। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক কোটি পাঁচ লাখ ৪৩ হাজার ৬৫৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৫২ হাজার ১৩০ জনের আর সুস্থ হয়েছেন এক কোটি এক লাখ ৭৮ হাজার ৮৮৩ জন।
হিন্দুস্তান টাইমস লেখে, গত মার্চে দেশে করোনা সংক্রমণের পর থেকে টিকা নিয়ে গবেষণা শুরু হয় ভারতে। । গবেষকদের অক্লান্ত পরিশ্রমে ২টি টিকা বাজারে আনতে পেরেছে ভারত। ভারতই বিশ্বের একমাত্র দেশ যারা ২টি করোনার টিকাকে স্বীকৃতি দিয়েছে।
এদিকে, আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পশ্চিমবঙ্গে ভ্যাকসিন দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হলেও যাদের ভ্যাকসিন দেওয়া হবে সেই প্রাপকদের তালিকা শুক্রবার রাত পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি জেলার স্বাস্থ্য দফতর। কারণ, এই সংক্রান্ত যে সফটওয়্যার ঠিক করা হয়েছিল তা ঠিকঠাক কাজ করছে না ।