ভ্যাকসিনেশন ক্যাম্পেইন: দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু, পাবে ৭৮ লাখের ওপরে মানুষ
স্বাস্থ্য অধিদপ্তর আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের দ্বিতীয় পর্ব পরিচালিত করছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সারা দেশে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
তবে গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট টাস্কফোর্সের সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছেন, প্রয়োজনে ক্যাম্পেইনের সময় বাড়ানো হবে।
গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত গণটিকা কার্যক্রমের প্রথম পর্বে যারা টিকা পেয়েছিলেন, তারাই আজ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুই দিনে ৭৮,১১,২১৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল।
আজকেও ৭৮ লাখের ওপরে মানুষ টিকার দ্বিতীয় ডোজ পাবে; এতে সারাদেশের প্রায় তিন কোটি মানুষ দুই ডোজ টিকার আওতায় আসবে। ফলে দেশের প্রায় ১৭% মানুষ সম্পূর্ণরূপে 'ভ্যাকসিনেটেড' হবে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি শনাক্ত হয়েছে দেশের আরও ৩০৬ জনের দেহে।
মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে এই শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে।
গত বছর থেকে দুইটি আলাদা ওয়েভে দেশে করোনার উচ্চ সংক্রমণ দেখা গেলেও চলতি বছরের জুনের প্রথমার্ধ থেকেই করোনা শনাক্তের পরিমাণ ব্যাপকহারে বাড়তে শুরু করে। তবে বর্তমানে শনাক্তের সংখ্যা অনেকটাই কমেছে।
গত দুই মাসে উল্লেখযোগ্য হারে কমতে কমতে বর্তমানে করোনার সংক্রমণ ৩ শতাংশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫১টি কোভিড পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ধরা পড়েছে শতকরা ১ দশমিক ৫৩ জনের মধ্যে।