ব্রিটিশ জাহাজকে হরমুজ প্রণালী থেকে দূরে থাকার নির্দেশ
ব্রিটেন অন্তবর্তী সময়ের জন্য তার জাহাজগুলোকে হরমুজ প্রণালী থেকে দূরে থাকার জন্য সতর্ক করে দিয়েছে।
এর আগে শুক্রবার (১৯ জুলাই) ‘আন্তর্জাতিক জলসীমা আইন’ লঙ্ঘন করায় হরমুজ প্রণালীতে ব্রিটেনের পতাকাবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ডস।
বিপ্লবী গার্ডস-এর সরকারি ওয়েবসাইট সেপাহনিউজে বলা হয়, আন্তর্জাতিক জলসীমা আইন লঙ্ঘন করায় স্টিনা ইম্পেরো নামের একটি ট্যাঙ্কার জব্দ করা হয়েছে।
ব্রিটিশ সরকারের একজন মুখপাত্রী সরকারের কোবরা জরুরি কমিটির এক জরুরি বৈঠকের পর বলেন,"আমরা ইরানের এই অগ্রহণযোগ্য কর্মকান্ড নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন। এটি নৌ চলাচলের স্বাধীনতার বিরুদ্ধে পরিস্কার একটা চ্যালেঞ্জ।
এ দিকে সৌদি আরবগামি স্টেনা ইম্পেরো জাহাজটির মালিকরা বলছেন যে ২৩ জন যাত্রীবাহী এই নৌযানটির সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারছেন না।
অন্যদিকে ব্রিটেন জানায়, ইরান উপসাগরীয় জলসীমায় দু’টি জাহাজ আটক করেছে। বিষয়টির দ্রুত সুরাহা না হলে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জারেমি হান্ট ।
হরমুজ প্রণালী একটি সরু জলপথ যা আরব উপদ্বীপকে ইরান থেকে পৃথক করেছে। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলটি পারস্য উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে।
এই রুটটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ন কারণ তেলবাহী জাহাজ যাতায়াতের এটিই একমাত্র পথ। হরমুজ দিয়ে প্রতিদিন ২০ লাখ ব্যারেলের মতো তেলজাতদ্রব্য রপ্তানি হয়ে থাকে। এর সঙ্গে আছে তরলীকৃত গ্যাসও।
মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন কর্তৃপক্ষের মতে, ২০০৯ সালে সমুদ্রপথে তেল বাণিজ্যের ৩৩ শতাংশ হয় হরমুজ প্রণালি দিয়ে এবং ২০০৮ সালে হয়েছিল ৪০ শতাংশ।