করোনার বিরুদ্ধে সেনেগালের গ্রাফিতি শিল্পীদের লড়াই
আফ্রিকান দেশ সেনেগালের সমুদ্র তীরবর্তী রাজধানী ডাকার। সেখানকার এক দেয়ালে, প্রায় ৩২ ফুট দীর্ঘ এক গ্রাফিতি বা দেয়ালচিত্র আঁকা। ছবিতে অতিকায় এক জোড়া হাত প্রসারিত হয়ে আছে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য।
সুদীর্ঘ ওই গ্রাফিতিটির আরেক অংশে দেখা মেলে এক নারীর মুখে নীল, লাল, সোনালি ও সবুজ রঙের মাস্ক।
এসব ছবি 'আরবিএস ক্রু' নামে একদল গ্রাফিতি শিল্পীর কাজ। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে এই শিল্পীরা রাত দিন এমন গ্রাফিতি এঁকে চলেছেন।
গ্রাফিতিতে কালো ও হলুদ রঙে তারা বড় বড় অক্ষরে লিখে দিচ্ছেন বার্তা- 'করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই'। খবর রয়টার্সের।
উচ্চ বিদ্যালয়ের দেয়ালে আঁকা ওই গ্রাফিতির একপাশে তারা লিখে দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের হটলাইন নম্বর। পাশে লিখেছেন, 'চিকিৎসা সেবা দানকারীদের জানাই বিরাট ধন্যবাদ'।
এই শিল্পীদলের প্রধান, যিনি 'মেড জু' ছদ্মনামে গ্রাফিতি আঁকেন, ৩৩ বছর বয়সী সেরিগ্নে মানসুর ফল জানালেন, 'সেনেগালের নাগরিক হিসেবে সচেতনতা তৈরি করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।'
তিনি আরও বলেন, যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষই অশিক্ষিত, ফলে শিল্পী হিসেবে আমরা দৃশ্যচিত্রের মাধ্যমে তাদের সচেতন করে তুলতে চাই।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সেনেগালে এ পর্যন্ত ১১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সেরে উঠেছেন ১১ জন। তবে সৌভাগ্যক্রমে এখনো কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।