আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা বাংলাদেশি তরুণের ছবি
আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা আগোরা'র ২০২০ সালের চুম্বন থিমের সেরা পুরস্কারটি জিতলেন বাংলাদেশের আলোকচিত্রী শাহেদ আহমেদ। আগোরা কর্তৃপক্ষ এক ই-মেইল বার্তায় শাহেদ আহমেদকে এই তথ্য নিশ্চিত করেছে।
শাহেদ আহমেদ হবিগঞ্জের অনন্তপুরের মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি হবিগঞ্জের বৃন্দাবন কলেজে থেকে লেখাপড়া শেষ করে বর্তমানে ফ্রিল্যান্সার ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন।
যে ছবিটা আগোরায় প্রথম হয় সেটা সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ২০১৯ সালে শীতের ভোরে তোলা। লাল পলাশ ফোটা গাছের ডালে কাঠ শালিকের চুম্বনের দৃশ্য সেই ছবি।
স্পেনের বার্সেলোনায় 'আগোরা' প্রতি বছর বিভিন্ন বিষয়ের ওপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল চুম্বন। সারা পৃথিবীর সেরা সেরা হাজার হাজার আলোকচিত্রী তাদের ছবি সেখানে জমা করেন। সেখান থেকেই বিচারক মন্ডলী সেরা পঞ্চাশটি ছবি নির্বাচন করেন। বিচারকদের নির্বাচিত সেই পঞ্চাশটি ছবি ছেড়ে দেওয়া হয় অনলাইন ভোটের জন্য। অনলাইনে আলোকচিত্রীদের ভোটে পাঁচটি ছবি নির্বাচিত হয় চুড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত পর্বে এসে শাহেদ আহমেদ ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়।
শাহেদ আহমেদ জানান, আমার ফটোগ্রাফির শুরুটা হয় শখের বসে, তারপর আস্থে আস্তে ছবি তোলাটা নেশায় পরিণত হয়ে যায়। ২০১৭ সাল থেকে ছবি তোলা শুরু করি, প্রথম দিকে সব ধরনের ছবি তোলা হত এর পর হঠাৎ করে পাখি, ন্যাচার আর ওয়াইল্ড লাইফের ছবি তুলতে ভালো লাগতে শুরু হয়। ২০১৯ সালে কাঠ শালিকের এই ছবিটি তুলি।
হাজার হাজার ছবির মধ্যে নিজের ছবিটি সেরাদের সেরা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহেদ আহমেদ জানান, জীবনে প্রথমবারের মত আন্তর্জাতিক পুরস্কার পাওয়াতে অনেক বেশি আনন্দিত যা ভাষায় প্রকাশ করার মত না। একটু হলেও দেশের জন্য কিছু করতে পেরেছি যার জন্য আমার ফটোগ্রাফি জীবনটা একটু হলেও সার্থক মনে হচ্ছে। তবে অর্জন আমাকে ভালো কিছু করতে উৎসাহ দিয়ে যাবে।