আন্তর্জাতিক প্রতিযোগিতা আগোরায় আবারও সেরা বাংলাদেশি তরুণের ছবি
আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা আগোরার' ২০২২ সালের বসন্ত থিমের সেরা পুরষ্কারটি জিতেছেন হবিগঞ্জের আলোকচিত্রী শাহেদ আহমেদ।
এক ইমেইল বার্তায় শাহেদ আহমেদকে এ তথ্য নিশ্চিত করেছে আগোরা কর্তৃপক্ষ।
শাহেদ আহমেদ হবিগঞ্জ বৃন্দাবন কলেজে লেখাপড়া শেষ করে এখন ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। আগোরায় প্রথম হওয়া ছবিটি সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ২০১৯ সালে তোলা, কাঠ শালিকের বসন্তের দৃশ্য।
এর আগে ২০২০ সালেও এ আগোরায় তার তোলা ছবি সেরা নির্বাচিত হয়।
স্পেনের বার্সলোনায় আগোরা প্রতি বছর বিভিন্ন বিষয়ের উপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল বসন্ত। পৃথিবীর হাজারো আলোকচিত্রী তাদের ছবি সেখানে জমা দেন, কয়েক হাজার ছবির মধ্যে থেকে বিচারকমন্ডলী সেরা ৫০টি ছবি নির্বাচন করেন। বিচারকদের নির্বাচিত সেই ৫০টি ছবি ছেড়ে দেওয়া হয় অনলাইন ভোটের জন্য।
অনলাইনে আলোকচিত্রীদের ভোটে ৫টি ছবি নির্বাচিত হয় চূড়ান্ত পর্বের জন্য।চূড়ান্ত পর্বে এসে শাহেদ আহমেদের ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়।
শাহেদ আহমেদ বলেন,আমার ফটোগ্রাফির শুরুটা হয় শখের বসে,আস্তে আস্তে ছবি তোলাটা নেশায় পরিণত হয়।
"২০১৭ সাল থেকে ছবি তোলা শুরু করি, প্রথম দিকে সব ধরনের ছবিই তোলা হতো। এরপর হঠাৎ করে পাখি,ন্যাচার আর ওয়াইল্ড লাইফের ছবি তুলতে ভালো লাগতে শুরু হয়। ২০১৯ সালে কাঠ শালিকের এই ছবিটি তুলি।"
হাজারো ছবির মধ্যে নিজের ছবিটি সেরাদের সেরা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহেদ আহমেদ বলেন, জীবনে দ্বিতীয়বার আন্তর্জাতিক পুরষ্কার পাওয়ায় অনেক বেশি আনন্দিত যা ভাষায় প্রকাশ করার মত না।