করোনা মোকাবেলায় ফ্রন্টলাইন যোদ্ধাদের স্মরণে নারায়ণগঞ্জে গণসংহতির গ্রাফিতি
করোনার প্রতিরোধে জীবনবাজি রেখে যারা ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করে প্রাণ হারিয়েছেন, তাদেরকে স্মরণে রাখার জন্য নারায়নগঞ্জ শহরজুড়ে প্রাণ-প্রকৃতি-পরিবেশ আর মানুষের সাহসিকতার গ্রাফিতি অঙ্কণ করেছেন গণসংহতি আন্দোলন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের চাষাড়াস্থ বালুর মাঠে 'বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ুর প্রভাব' বিষয়ের ওপর গ্রাফিতি অঙ্কণ করা হয়।
এসব গ্রাফিতিতে স্থান পাচ্ছে করোনা যুদ্ধে নিহত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবয়ব ও প্রাণ-প্রকৃতি রক্ষার আহ্বান। গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলাশাখা গত বুধবার থেকে শহরের দেয়ালজুড়ে গ্রাফিতি অঙ্কণ শুরু করেছে।
শনিবারও ছিল কার্যক্রমের ধারাবাহিকতা। গত বুধবার প্রথমে চাষাড়াস্থ হক প্লাজা আর মার্ক টাওয়ার সংলগ্ন দেয়ালে করোনা যুদ্ধের বীর চিকিৎসক মঈন উদ্দিন, পুলিশ কনস্টেবল জসীম উদ্দিন, সাংবাদিক হুমায়ুন কবির, ব্যাংক কর্মকর্তা মুজতবা শাহরিয়ার এই ৪ পেশাজীবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রাফিতি আঁকা হয়।
পরদিন বৃহস্পতিবার শহরের মণ্ডলপাড়া পুল সংলগ্ন বিদ্যুৎ অফিসের দেয়ালে 'করোনা প্রতিরোধে কেবল মাস্কই নয়, প্রয়োজন শারীরিক দুরত্ব' এব আহ্বান জানিয়ে সচেতনামুলক গ্রাফিতি অঙ্কণ করা হয়। প্রান-প্রকৃতি-পরিবেশ রক্ষার অহ্বানে শুক্রবার দিনভর ছিল মর্ডান ডায়গনস্টিক সেন্টার সংলগ্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কণ।
গ্রাফিতি আঁকা প্রসঙ্গে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, করোনার বিরুদ্ধে মানুষ জীবন দিয়ে লড়াই করছে। ডাক্তার-স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, গামেন্ট শ্রমিক, শ্রমজীবী মানুষ, ছাত্ররা প্রশাসনের অব্যবস্থাপনায় মারা যাচ্ছে।
তিনি আরও বলেন, 'আমরা স্বপ্ন ও সাহস ছড়িয়ে দিতে চাই। ছড়িয়ে দিতে চাই করোনার বিরুদ্ধে সাধারণ সর্তকতা। মানুষের অসীম সাহস, উদ্যোগ আর জান বাজি রাখা প্রচেষ্টাকে রূপ দিতে চাই শহরজুড়ে দেয়াল চিত্রে। এ কাজ আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব।'
গ্রাফিতিগুলো আঁকছে নারায়ণগঞ্জ চারুকলার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। তারা হলেন শিল্পী সাব্বির আহমেদ, শিল্পী রবিন রাপ্পা, শিল্পী আজমেরী সুলতানা আন্নি ও নারায়ণগঞ্জ চারুকলার শিক্ষার্থী শিল্পী রাজীব শীল।
গ্রাফিতি অঙ্কনের পাশাপাশি দেয়ালে লেখার কাজে সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ চারুকলার সাবেক শিক্ষার্থী মশিউর রহমান রিচার্ড, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস জামান।
শহরের দেয়ালগুলো গ্রাফিতির জন্য প্রস্তুত করার কাজে সহযোগিতা করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি শুভ দেব, মহানগর কমিটির আহ্বায়ক ফারহানা মানিক মুনা, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক তাকবীর হোসেন ও জেলা কমিটির সদস্য ইমরান হোসাইন জাহিদ।
দেয়ালগুলোতে গ্রাফিতি করার সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার সম্পাদক পপি রানী সরকার।