খালেদার জামিন শুনানি পিছিয়ে ১২ ডিসেম্বর
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল বিভাগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি পিছিয়ে আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিন ধার্য করা হয়েছে।
এদিকে খালেদার জামিনের আদেশ না হওয়া পর্যন্ত আপিল বিভাগের এজলাসে অবস্থান করার ঘোষণা দিয়েছে খালেদার আইনজীবীরা। আইনজীবীদের হট্টগোলের কারণে বিচারকাজ বন্ধ করে এজলাস ছেড়ে খাস কামরায় চলে গেছেন প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিরা।
এজলাস ছাড়ার আগে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল (বিসএমএমইউ) কতৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আজ (৫ ডিসেম্বর) খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও বিসএমএমইউ কতৃপক্ষ দাখিলের জন্য সময় আবেদন করলে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
আদালতে খালেদার আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে ছিরেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিসএমএমইউ এর পক্ষে তিনিই সময় চান আদালতের কাছে।
এর আগে গত ২৮ নভেম্বর বিএসএমএমইউ এর কাছে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল বোর্ডের প্রতিবেদন চান আপিল বিভাগ।
গত বছর ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছর কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে ঢাকার বিশেষ জজ আদালত।
এরপর এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। একইসঙ্গে জামিনের আবেদন করা হয়। হাইকোর্ট গত ৩১ জুলাই জামিনের আবেদন সরাসরি খারিজ করে দেন।
এই খারিজের রায়ের বিরুদ্ধে গত ১৪ নভেম্বর আপিল করে জামিন চান খালেদার পক্ষের আইনজীবীরা।