খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘কর্তৃপক্ষ খালেদা জিয়ার পর্যাপ্ত স্বাস্থ্য সেবা না পাওয়ার বিষয়টি অস্বীকার করছে।’
বিবৃতিতে, ‘ইউএন স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস অন দ্য ট্রিটমেন্ট অব প্রিজনার্স’ (নেলসন ম্যান্ডেলা রুলস) বা জাতিসংঘের নীতিমালা অনুযায়ী বন্দীদের প্রতি আচরণের কথা উল্লেখ করা হয়। এই নীতিমালা অনুযায়ী খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা সেবা দিতে এবং তার ন্যায়বিচার পাওয়ার অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন নিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
দুর্নীতির মামলায় পাঁচ বছর কারাদণ্ডের রায় হওয়ার পর গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
গত ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে।
এর আগে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে বিএনপি প্রধানের মেডিকেল রিপোর্ট প্রেরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।