গাড়ি চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
গার্মেন্টস ব্যবসায়ীর পরিচয়ে অভিনব কায়দায় প্রতারণাকারী ও সংঘবদ্ধ গাড়ি প্রতারক চক্রের মূল হোতাসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সাম্প্রতিক সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গার্মেন্টস কোম্পানির নামে গাড়ি ভাড়া করে প্রতারণার মাধ্যমে অন্যত্র গাড়ি বিক্রির ঘটনা সংঘঠিত হয়। বিষয়টি সিআইডির নজরে আসলে তারা তদন্তে নামে।
তদন্তের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মো. আব্দুল কাইয়ুমসহ তার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করা হয়।
সিআইডির প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, প্রতারক চক্র ভুয়া 'এ কে ফ্যাশনস' পোশাক শিল্প কারখানার নামে মোট ২২টি গাড়ি ভাড়া করে। পরবর্তীতে মূল মালিকদের অগোচরে তারা গাড়িগুলো অবৈধভাবে বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করে।
গাড়ি বিক্রির মোট তিন কোটি ৮০ লাখ টাকা নিয়ে প্রতারক চক্র আত্মগোপনে চলে যায়। গাড়ির প্রকৃত মালিকগণ তাদের গাড়ি এবং প্রতারক চক্রের কারও কোনো সন্ধান না পেয়ে থানায় একাধিক মামলা দায়ের করে।
এরই পরিপ্রেক্ষিতে সিআইডি পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে চোরাই গাড়িসহ আসামীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপরাধ স্বীকার করেন। তাদের বক্তব্যের সূত্র ধরে চক্রের অন্যান্য সদস্যসহ মোট সাতটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়।