চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, কাউন্সিলর প্রার্থীকে অপহরণের অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় পৌরসভা নির্বাচন চলাকালে সহিংসতায় আবদুল মাবুদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ( ১৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দ খিল ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আবদুল মাবুদ কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই বলে জানা গেছে
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ইনভেস্টিগেশন) মিনহাজ মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নির্বাচনী সহিংসতায় ১ ব্যক্তি নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার ভোট চলাকালে কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান এবং সরোয়ার কামাল রাজীবের সমর্থকদের মধ্যে প্রচন্ড গোলাগুলির ঘটনা ঘটে। তিনটি দোকানে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আবদুল মাবুদ।
এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থক দুই কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান এবং সরোয়ার কামাল রাজীবকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডে ডালিম প্রতীকের প্রার্থী বর্তমান কাউন্সিলর আবদুল খালেককে অপহরণ করার অভিযোগ উঠেছে। রবিবার ভোর ৬টার দিকে তাকে আল্লাই ওষাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মাজার থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার।
আবদুল খালেকের চাচাতো ভাই শামসুল আলম জানান ভোরে মাজার জিয়ারতের পরপরই ১০ থেকে ২০ জন যুবক এসে তাদের মোবাইল কেড়ে নেয়। কাউন্সিলর প্রার্থী আবদুল খালেককে একটি সাদা গাড়িতে উঠিয়ে কক্সবাজারমুখী সড়কে চলে যায়।