চট্টগ্রামে কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪
চট্টগ্রাম নগরে কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চার ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও নয়জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আবদুল লতিফ হাট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫), মো. ফয়সাল (২৮) ও মো. মাসুদ(২৮)।
এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মোঃ আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও মো. সামাদ (২২)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবদুল লতিফ হাট এলাকার বড় মৌলভী বাড়ির লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলীর পক্ষের লোকজনের মধ্যে একটি কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে বিরোধ ছিল। আজ (শুক্রবার) বড় মৌলভী বাড়ির লোকজন কবরস্থানের জায়গায় নতুন সাইনবোর্ড লাগাতে এলে ইয়াকুব আলীর লোকজন হামলা চালায়। এ সময় উভয় পক্ষ দেশীয় বন্দুক ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কবরস্থানের জায়গায় নতুন সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে একই এলাকার দুটি পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে গোলাগুলি ও ধারাল অস্ত্র দিয়ে হামলার ঘটনাও ঘটেছে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।'
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শিলব্রত বলেন, 'আহতদের হাসপাতালের ২৪ ও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের সবাই আশঙ্কামুক্ত।'