চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে পাহাড় কেটে রাস্তা নির্মাণের অভিযোগে মেসার্স মাজেদা
এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
ঠিকাদারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকায় পাহাড় কেটে রাস্তা নির্মাণের প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর।
সোমবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এ আদেশ দেন।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রাউজান উপজেলার কদলপুর এলাকায় পাহাড় কেটে রাস্তা নির্মাণের অভিযোগে সোমবার শুনানি শেষে মেসার্স মাজেদা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়ছে।"
তিনি আরও বলেন, "জরিমানার অর্থ আগামী সাত দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই এলাকায় আর পাহাড় কাটা হবে না মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে পাহাড় পুনস্থাপনের নির্দেশও দেওয়া হয়।"
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পাহাড় কেটে রাস্তা নির্মাণের অভিযোগ পেয়ে গত ৩০ মে পরিবেশ অধিদপ্তরের একটি টিম কদলপুর এলাকায় পরিদর্শন করে। সেখানে তারা পাহাড় কাটার প্রমাণ পান।