চট্টগ্রামে পৌঁছাল আরও ৫৮ হাজার ফাইজারের টিকা
চট্টগ্রামে আরও ৫৮ হাজার ৫০০ ডোজ ফাইজারের টিকা এসে পৌঁছেছে। বুধবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এ টিকা এসে পৌঁছায়।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী টিবিএসকে বলেন, "তৃতীয় দফায় আমরা ৫৮ হাজার ৫০০ ডোজ ফাইজারের টিকা পেয়েছি। টিকাগুলো ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে নির্দিষ্ট কেন্দ্রে এ টিকা সরবরাহ করা হবে।"
চট্টগ্রাম নগরের তিনটি হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া হয়। কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতাল।
এর আগে, গত ২৬ অক্টোবর ২য় দফায় ১৮ হাজার ৭২০ ডোজ ফাইজারের টিকা আসে। ১১ অক্টোবর প্রথম দফায় ফাইজারের ১৬ হাজার ১৩০টি করোনার টিকা পেয়েছিল চট্টগ্রাম। ফাইজারের টিকাদান কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী।