টাকার বান্ডেলের উপর ঘুমন্ত ডিবি পুলিশের ছবি ভাইরাল
টাকার বান্ডেলের ওপর ঘুমন্ত নারায়ণগঞ্জের ডিবি পুলিশের এক কর্মকর্তার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুধবার সকাল থেকে ফেসবুকে ভাইরাল হওয়া ওই ওই ছবিতে দেখা যায় নারায়ণগঞ্জে কর্মরত ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান ১০০০ টাকা, ৫০০ টাকা ও ১০০ টাকার কয়েকটি বান্ডেল গাড়ির সিটের ওপর রেখে তার ওপরেই ঘুমাচ্ছেন। এ সময় তাঁর সামনে সরকারি কাজে ব্যবহৃত একটি ওয়াকিটকি ও ফাইল থাকতে দেখা যায়।
ছবিটি নিজের বলেই স্বীকার করেছেন এসআই আরিফ। তবে তিনি বলছেন, ছবিটি ৪ থেকে ৫ মাস আগের এবং টাকাগুলো তিনি নিজের ‘মায়ের চিকিৎসার জন্য’ এক বন্ধুর কাছ থেকে ‘ধার নিয়েছিলেন’।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, “এ ছবিটা ৪ থেকে ৫ মাস আগের। আমার মা অসুস্থ ছিল। আমি আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম এবং ইচ্ছা না থাকা শর্তেও ঘুমিয়ে পড়েছিলাম। হয়তো ওইসময় কেউ ছবিটা তুলে ফেল।”
তিনি আরও বলেন, “প্রায় ৩ মাস আগে এ গাড়িটা ব্যবহার করা হয়। এখানে ১ লাখ ২০ হাজার টাকা ছিল। এ ছবি কোন এলাকায় সেটা বলতে পারবো না।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “গাড়িতে টাকার বান্ডেলের উপর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আরিফের ঘুমিয়ে থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে। টাকার উৎসের বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি টাকার উৎসের সঠিক জবাব দিতে না পারে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”