বানরের ওপর করোনা ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশ গ্লোব বায়োটেকের
বানরের ওপর 'বঙ্গভ্যাক্স' পরীক্ষার ফলাফল নিয়ে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)-এর কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় ওষুধ কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড।
সংস্থাটি দাবি করে, তিন মাস ধরে ট্রায়ালে রাখা বানরের ওপর চালানো পরীক্ষায় শতভাগ সফলতা দেখিয়েছে 'বঙ্গভ্যাক্স'।
গ্লোব বায়োটেকের কোয়ালিটি এবং রেগুলেশনের সিনিয়র ম্যানেজার ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "যেহেতু বানরের ওপর পরীক্ষায় 'বঙ্গভ্যাক্স' সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে এবং শতভাগ কার্যকারিতা দেখিয়েছে, এটি মানুষের দেহেও একইভাবে কাজ করবে বলে আশাবাদী আমরা।"
গ্লোব বায়োটেকের রিপোর্টে বিএমআরসি'র তৃতীয় চিঠিতে উত্থাপিত সকল প্রশ্ন এবং ক্লিনিকাল ট্রায়ালের পূর্বশর্তসহ সব পর্যবেক্ষণের প্রয়োজনীয় তথ্য সংযোজন করা হয়েছে।
এ বিষয়ে ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, "বিএমআরসি যদি আর দেরি না করে নৈতিক অনুমতি দেয়, তাহলে খুব শীঘ্রই ওষুধ প্রশাসনের অনুমতি নিয়ে নভেম্বরের মধ্যে মানুষের ওপর ট্রায়াল শুরু করতে পারব বলে আশা করছি আমরা।"
তিনি আরও বলেন, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ভ্যাকসিনটি বানরের মধ্যে নিরাপদ এবং কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। পরবর্তীতে ডেল্টা ভ্যারিয়েন্টসহ করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্ট ব্যবহার করে টিকা দেওয়া বানরদের ওপর একটি 'চ্যালেঞ্জ স্টাডি' পরিচালনা করেন তারা।
পরীক্ষায় দেখা যায়, ভ্যাকসিনের প্রতিক্রিয়ায় বানরের দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় তা সাত দিনের মধ্যেই করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে।
ড. মহিউদ্দিন বলেন, "এই পরীক্ষা প্রমাণ করে যে, আমাদের ভ্যাকসিন অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের পাশাপাশি করোনাভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টকে নিরপেক্ষ করতে সক্ষম।"