বিগত কয়েকদিনের বিক্ষোভে অন্তত ১৭ সাংবাদিক আহত: সিপিজে
দেশে বিগত কয়েক দিনে বিক্ষোভে অন্তত ১৭ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
সিপিজের প্রকাশিত তথ্য অনুযায়ী, আহত সাংবাদিকদের মধ্যে বেশিরভাগই ফটোসাংবাদিক।
গতকাল সোমবার সিপিজে এক বিবৃতিতে জানায়, "বিক্ষোভে সংবাদ সংগ্রহের সময় পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের আক্রমণ করবেন না তা বাংলাদেশ পুলিশকে নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের ওপর বিক্ষোভকারী ও পুলিশের হামলার তদন্ত করতে হবে,"
সিপেজের এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর স্টিভেন বাটলার বলেন, "বাংলাদেশের পুলিশকে আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করতে হবে। তাদের ওপর হামলা না করে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে,"
"সংবাদমাধ্যমের ওপর হামলা দেশের গণতন্ত্রের স্তম্ভকে দুর্বল করে দেয়," যোগ করেন তিনি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যরা গত ২৫ ও ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে বিক্ষোভে নামা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। সেসময় তারা উপস্থিত সাংবাদিকদেরও লাঠি দিয়ে মারধোর করে।
গত ২৬ মার্চ মোদি বিরোধী বিক্ষোভে পুলিশে কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে, এতে উপস্থিত সাংবাদিকরাও আহত হন।
দ্রিক পিকচার লাইব্রেরির প্রেরিত সিপিজের প্রকাশির তথ্যে জানা যায়, দুই দিনের বিক্ষোভে অন্তত ১০ জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ১৭ জন সাংবাদিক।
বিক্ষোভকারী এবং পুলিশ পিস্তলের বাট, লাঠি, লোহার রড, পাথর এবং ইট দিয়ে সাংবাদিকদের আঘাত করেন, সাংবাদিকদের লক্ষ্য করে রাবার বুলেটও ছোঁড়া হয়।
প্রকাশিত তথ্যে আরও বলা হয়, শরীরে আঘাত, ফুলে যাওয়া, রক্তপাত, ভাঙ্গা হাড়, স্থানচ্যুত কাঁধ এবং মাথা ফেটে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়েছেন তারা।
উল্লেখ্য, বিক্ষোভের সময় দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখা হয়।