আজ টিকার দ্বিতীয় ডোজ পাবে ৭৮ লাখ মানুষ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের সেকেন্ড রাউন্ডে আজ টিকার দ্বিতীয় ডোজ পাবে ৭৮ লাখ মানুষ। বৃহস্পতিবার সারা দেশে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। তবে প্রয়োজনে ক্যাম্পেইনের সময় বাড়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ ৭৮ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নিলে প্রায় তিন কোটি মানুষ দুই ডোজ টিকার আওতায় আসবে। ফলে দেশের প্রায় ১৭% মানুষ সম্পূর্ণরূপে 'ভ্যাকসিনেটেড' হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট টাস্কফোর্সের সদস্য সচিব ডা. শামসুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত গণটিকা কার্যক্রমের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল, সেটার দ্বিতীয় পর্ব আগামীকাল (বৃহস্পতিবার) হবে। সে সময় ৮০ লাখ ডোজ দেওয়ার কথা থাকলেও বিভিন্ন এলাকায় ঝড়, বৃষ্টির কারণে ২৯ তারিখও ভ্যাকসিন দেয়া হয়েছে। বৃহস্পতিবার আমরা ৮০ লাখ ডোজ দেওয়ার পরিকল্পনা করছি, সেদিন লক্ষ্য পূরণ না হলে পরেও দেওয়া হবে"।
গতকাল বুধবার দুপুরে নিয়মিত বুলেটিনে শামসুল হক বলেন, "সব জেলা উপজেলা, সিটি করপোরেশন, ইউনিয়নে ভ্যাকসিন দেয়া হবে। ক্যাম্পেইনের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি, জেলা-উপজেলায় মাইকিং করা হয়েছে। আমরা সবাইকে অবহিত করেছি, প্রত্যেক জায়গায় ভ্যাকসিন এবং লজিস্টিক পৌঁছে দেওয়া হয়েছে"।
তিনি আরো বলেন, "এই ক্যাম্পেইনে শুধুমাত্র দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে। যারা গত ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ পেয়েছেন, তারাই শুধু এই ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ পাবেন। কেন্দ্র পরিবর্তন করে কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না"।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুই দিনে ৭৮,১১,২১৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। তারাই আজ বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ পাবেন।
এক সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তৃতীয় গবেষণা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন চলছে। এ কার্যক্রম সম্পন্ন হলেই টিকা প্রদান শুরু হবে।
বাংলাদেশকে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা উপহার যুক্তরাষ্ট্রের
বাংলাদেশকে আরও ৩৫ লাখ ফাইজারের কোভিড টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।
সর্বশেষ এই চালানসহ এখন পর্যন্ত বাংলাদেশকে মোট দেড় কোটি ডোজ কোভিড টিকা অনুদান দিল দেশটি।
এই বছরের শুরুতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া এই টিকাগুলো ১২ থেকে ১৭ বছর বয়সী বাংলাদেশিদের ওপর প্রয়োগ করতে পারবে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত। এছাড়াও আমরা কয়েকশো বাংলাদেশি স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দিয়েছি, যাতে এই ফাইজার টিকাগুলো তারা ১২ বছর বা তার বেশি বয়সের শিশুদের ওপর নিরাপদে প্রয়োগ করতে পারেন।
প্রসঙ্গত, কোভিড-১৯ মোকাবিলার বৈশ্বিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র সরকার ২০২২ সালজুড়ে বিশ্বজুড়ে বিনামূল্যে ১০০ কোটি ডোজ ফাইজার টিকা বিতরণের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই বাংলাদেশকে এই ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দিল দেশটি।
দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি শনাক্ত হয়েছে দেশের আরও ৩০৬ জনের দেহে।
মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে এই শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে।
গত বছর থেকে দুইটি আলাদা ওয়েভে দেশে করোনার উচ্চ সংক্রমণ দেখা গেলেও চলতি বছরের জুনের প্রথমার্ধ থেকেই করোনা শনাক্তের পরিমাণ ব্যাপকহারে বাড়তে শুরু করে। তবে বর্তমানে শনাক্তের সংখ্যা অনেকটাই কমেছে।
গত দুই মাসে উল্লেখযোগ্য হারে কমতে কমতে বর্তমানে করোনার সংক্রমণ ৩ শতাংশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫১টি কোভিড পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ধরা পড়েছে শতকরা ১ দশমিক ৫৩ জনের মধ্যে।