মুনিয়া হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমাদানের তারিখ পেছালো
কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার হত্যা ও ধর্ষণ মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরসহ আট জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমাদানের তারিখ পিছিয়েছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত আগামী ৮ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমাদানের দিন ধার্য করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আজ প্রতিবেদন জমা দিতে না পারায় তারিখ পেছানো হয়।
এর আগে আজ রোববার (২১ নভেম্বর) প্রতিবেদন জমাদানের দিন ধার্য করেন আদালত।
গত ৬ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন- আনভীরের বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, আনভীরের মা আফরোজা বেগম, স্ত্রী সাবরিনা, শারমিন, সাইফা রহমান মিম, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং ইব্রাহিম আহমেদ রিপন।
মামলার বিবৃতিতে বাদী অভিযোগ করেছে যে, ঢাকা ত্যাগ না করলে তারা মুনিয়াকে হত্যা করবে- এমন হুমকি দিয়েছিল।
আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাতে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।