রাজধানীতে ওয়ার্ড পর্যায়ে টিকাদান শুরু
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল নয়টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ কর্মসূচি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।
ওয়ার্ডভিত্তিক এই টিকাদান কর্মসূচিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার দুই মাস পর একই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ৫৪টি ওয়ার্ড রয়েছে। উত্তর সিটির ৫৪টি কেন্দ্রে টিকা দেওয়া হবে আজ। এই কেন্দ্রগুলোতে টিকা পাবেন বস্তি এবং এর বাইরে ডিএনসিসির বাসিন্দারা।
ডিএনসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্ককর্তা লে. কর্নেল মো গোলাম মোস্তফা সারওয়ার বলেছেন, "কারো নিবন্ধন না থাকলে এনআইডি, জন্মসনদ দিয়ে অনস্পট নিবন্ধন করে টিকা দেওয়া হবে।"
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৫৫ দশমিক ৩ মিলিয়ন টিকার ডোজ দেওয়া হয়েছে।
টিকার জন্য নির্ধারিত বয়সসীমায় থাকা লোকদের প্রায় ৪০ শতাংশ কমপক্ষে টিকার প্রথম ডোজ পেয়েছে এবং ২৫ শতাংশ পেয়েছে দুটি ডোজ।
সোমবার পর্যন্ত প্রায় ৬৯ মিলিয়ন বাংলাদেশি টিকার জন্য নিবন্ধিত হয়েছেন।