রাশিয়ান ভ্যাকসিনের দাম নির্ধারণ করা হবে চলতি সপ্তাহে
মহামারি মোকাবিলায় দেশেই রাশিয়ার তৈরি ভ্যাকসিন উৎপাদন করতে দেশটির সঙ্গে সম্প্রতি একটি চুক্তিতে সই করেছে বাংলাদেশ। রাশিয়ার ভ্যাকসিন কেনার বিষয়ে চলতি সপ্তাহে দাম নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
রোববার বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
রাশিয়ার ভ্যাকসিন কেনার বিষয়ে মহাপরিচালক বলেন, "আমরা চিঠি লিখেছি। তারা আমাদের জানিয়েছেন, কিছু তথ্য দিয়েছেন। আমরা পর্যালোচনা করে তাদের উত্তর দেব, তারপর সিদ্ধান্ত হবে। এখনও দাম ঠিক করা হয়নি। এ সপ্তাহের মধ্যে আমরা দাম নির্ধারণ করে প্রস্তাব পাঠাবো।"
অ্যাস্ট্রাজেনেকার টিকার বিষয়ে তিনি বলেন, "এখন পর্যন্ত এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিন দেবে না এটা বলেনি। এখনও প্রতিষ্ঠানটি বলছে তারা ভ্যাকসিন দেবে।"