১০ দিনে দেড় কোটি ডোজ টিকা দিতে চায় সরকার
করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেড় কোটি টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজনে সোমবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারের এই পরিকল্পনার কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে তিনটি বড় টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে দেড় কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। দিনে দিনে টিকা কার্যক্রম সহজ হচ্ছে। এছাড়া কেন্দ্রগুলোতে টিকা নিতে তেমন ভীড় দেখা যায় না।"
সবাইকে টিকার নেয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "এখন খুব সহজে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করলে ভ্যাকসিন পাওয়া যাবে। বিশেষ টিকাদান কর্মসূচিতে শুধু এনআইডি কার্ড নিয়ে আসলেই টিকা পাবেন।"
করোনা প্রতিরোধে চিকিৎসকদের আগামী দিনের প্রস্তুত থাকবে আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, " এটি এমন এক জিনিস যা আজকে ভালো হয়, কালকে আবার খারাপ হয়ে যায়। ইউরোপ-আমেরিকাতে এখন খারাপের দিকে যাচ্ছে। কাজেই আমরা আমাদের দেশকে ভালো রাখতে চাই। সেই জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।"
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও টেকনোলজিস্টসহ আরও ২০ হাজার নিয়োগ দেওয়া হবে। চার হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ায় আছে, নতুন করে আরও আট হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।