২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের গেজেট প্রকাশ
পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ করতে আইন সংশোধন করে গেজেট জারি করা হয়েছে।
সোমবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বাক্ষরের পর জাতীয় সংসদের তিনটি বিল গেজেট আকারে জারি করা হয়।
সময় নিউজ জানায়, রাষ্ট্রপতির সম্মতির পর বিলগুলো তিনটি আইনে পরিণত হয়।
এর আগে ২৪ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশনে তিনটি বিল পাসের মাধ্যমে জাতীয় সংসদে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।
বিলগুলো হলো- 'ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২১' 'বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১', 'বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১'
এ মাসের ১৯ তারিখে পর্যালোচনার পর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিলগুলো চূড়ান্ত করে।
গত বছর কোভিড-১৯ মহামারীর কারণে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা না হওয়ায় ফলাফল সম্পর্কিত এ সংশোধনীর প্রয়োজন ছিল।
গত বছর মার্চের পর থেকে মহামারির কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। একারণেই পরীক্ষা ছাড়াই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।
বিদ্যমান আইনে পরীক্ষা নেয়া ছাড়া ফলাফল প্রকাশের নিয়ম না থাকায় সম্পর্কিত আইন সংশোধনীর প্রয়োজন পড়ে। গত সপ্তাহেই মন্ত্রীসভায় সম্পর্কিত আইন সংশোধনীর সম্মতি দেয়া হয়।