এইচএসসির ফল পুনঃমূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২৬
এইচএসসিতে 'বৈষম্যহীন' ফলাফলের দাবিতে বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে।
গতকাল সচিবালয় এলাকা থেকে আটককৃতদের মধ্যে ২৬ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে; ছেড়ে দেওয়া হয়েছে বাকি ২৮ জনকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তালেবুর রহমান বলেন, "গতকাল বুধবার সচিবালয়ে অবৈধভাবে প্রবেশ করে বিক্ষোভের ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছিল। এ ঘটনায় শাহবাগ থানার মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৮ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।"
এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে, বুধবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী পরীক্ষার 'ফল পুনঃমূল্যায়ন ও ভুল সংশোধনের' দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন।
এ সময় তারা 'আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'উই ওয়ান্ট জাস্টিস', 'মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'তুমি কে আমি কে ছাত্র-ছাত্র', 'আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ করেন। তারা সরে না যাওয়ায় ধাওয়া দিয়ে লাঠিচার্জ করা হয়।
সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৪ জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি রমনা) মাসুদ আলম বলেন, "সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আন্দোলনরতদের মধ্যে অন্তত ৫০ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
এর আগে, গত ২০ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছিলেন শিক্ষার্থীদের একটি অংশ।
গত ১৫ অক্টোবর প্রকাশিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল।