যৌন হয়রানির অভিযোগে শাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
যৌন হয়রানির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিভিন্ন বিভাগের ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২২৬তম সিন্ডিকেট সভায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম (২ বছর), মো. জায়েদ ইকবাল তানিম (২ বছর), মো. ইমাম হোসেন ইমরান (১ বছর), মো. রিফাত হোসেন (১ বছর), মো. বিশাল আলী।
জানা গেছে, চলতি বছরের মার্চে এক শিক্ষার্থী তাদের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে অভিযুক্তরা নানানভাবে কুরুচিপূর্ণ মন্তব্য, শরীরের অঙ্গপ্রতঙ্গ নিয়ে অশালীন মন্তব্য করাসহ নানানভাবে মানসিক নির্যাতন করে আসছিলেন। তদন্তের পর অভিযোগের সত্যতা পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, অন্য আরেকটি ঘটনার অভিযোগে লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সুমন দাসকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ২০২১ সালে তার বিরুদ্ধে নগরের বাগবাড়ি এলাকায় সিএনজি অটোরিকশায় যৌন হয়রানির অভিযোগ করেন একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্তকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভিন্ন আরেকটি অভিযোগে মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম সাকিবকেও ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া বহিষ্কারাদেশে বলা হয়েছে, বহিষ্কার থাকাকালীন তাদের আবাসিক হলের সিট বাতিল এবং ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। কমিটির সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।