সিত্রাংয়ের কেন্দ্র উপকূল পেরিয়ে স্থলভাগে প্রবেশ করেছে: আবহাওয়াবিদ মোস্তফা কামাল
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কেন্দ্র ইতিমধ্যেই বাংলাদেশের উপকূল অতিক্রম করে স্থল ভাগে প্রবেশ করেছে।
তিনি জানান, সিত্রাংয়ের মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বর্তমানে ঘূর্ণিঝড়টির সবচেয়ে শক্তিশালী বাতাসের অংশ ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করছে। ফলে রাত ১০ টার পর থেকে ওই ৩ টি বিভাগের সব জেলায় উচ্চ গতিবেগের বাতাস প্রবাহিত হবে। বিশেষ করে ঢাকায় রাত ১০ টা থেকে রাত ১ টা পর্যন্ত; ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হবে। সেই সাথে ভারী বৃষ্টিপাত হবে।
আজ (২৪ অক্টোবর) রাত ১০টা থেকে আগামীকাল সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর জেলায় বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানান মোস্তফা কামাল।
তিনি আরও জানান, উপকূলীয় এলাকায় বাতাস ও বৃষ্টির ঝুঁকি কমে গেছে। তবে উপকূলীয় এলাকায় সবচেয়ে বড় ঝুঁকি জলোচ্ছ্বাসের হুমকি রয়ে গেছে আজ রাতে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হবে জলোচ্ছ্বাসের কারণে। আজ রাতে বরিশাল বিভাগের সব জেলা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের কারণে ব্যাপক এলাকা প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।