আজ থেকে ছয় ঘণ্টা করে চলবে মেট্রোরেল
বুধবার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছয় ঘণ্টা করে চলবে মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানান, আগামী জুলাই থেকে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত একটানা মেট্রোরেল চলবে।
উত্তরা-আগারগাঁও রুটের নয়টি স্টেশন এরমধ্যেই চালু করা হয়েছে।
ডিএমটিসিএলের এই কর্মকর্তা আরও জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আগারগাঁও-মতিঝিল অংশ চালু করার কাজ চলছে।
তিনি বলেন, "স্টেশনগুলোর কাজ প্রায় শেষ। প্রবেশ ও প্রস্থানের জায়গা নির্মাণাধীন। প্রকল্পের অধীনে নতুন কোনো জমি অধিগ্রহণ করা হচ্ছে না।"
গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ৭৭ হাজার যাত্রী বহন করেছে মেট্রোরেল, কর্তৃপক্ষের আয় হয়েছে প্রায় ৬ কোটি ২০ লাখ টাকা।
তবে এই একই সময়ে মেট্রোরেল পরিষেবার জন্য ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।
তিনি বলেন, "খরচের সিংহভাগ প্রয়োজন হয়েছে বিদ্যুতের বিলে, বাকিটা গেছে কর্মীদের বেতন ও সম্মানীতে।"