কেজিতে ৩ টাকা কমানো হলো চিনির দাম
আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।
প্যাকেটজাত ও খোলা চিনির দাম কেজিতে ৩ টাকা করে কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।
আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দরে খোলা চিনি পাওয়া যাবে প্রতিকেজি ১০৪ টাকায়, আর এক কেজির প্যাকেট চিনির দাম হবে ১০৯ টাকা। আগে এই দাম ছিল যথাক্রমে ১০৭ টাকা ও ১১২ টাকা।