ঝালকাঠিতে তেলবাহী জাহাজে আবারও বিস্ফোরণ, আহত ১০
গত শনিবার তেল খালাসের সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণের শিকার সাগর নন্দিনী-২ জাহাজে আবারও বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৩ জুলাই) তেলবাহী জাহাজটি থেকে তেল অপসারণের সময় দ্বিতীয় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা নয় পুলিশ সদস্যসহ আরও কয়েকজন আহত হন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর যুগ্ম-পরিচালক মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাহাজটির কর্মীরা পেট্রল খালাস করার সময় বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির মাত্রা এখনো নির্ধারণ করা যায়নি।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানিয়েছেন, আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এর আগে শনিবারের বিস্ফোরণের ঘটনায় কোস্ট গার্ড তিনজনের মরদেহ উদ্ধার করে। সোমবার কোস্ট গার্ড আরও একজন নিখোঁজ থাকার কথা জানায়।
সাগর নন্দিনী-২ জাহাজটি প্রায় ১১ লাখ লিটার জ্বালানি বহন করছিল। ইঞ্জিন কক্ষে আগুন ধরে যাওয়ার পর শনিবার বিস্ফোরণ ঘটেছিল এটিতে।