চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য দায়ী সমন্বয়হীনতা
চট্টগ্রামের বিশিষ্ট রাজনীতিবিদেরা এক অনুষ্ঠানে বলেছেন, বাণিজ্যিক নগরী চট্টগ্রামে অব্যাহত জলাবদ্ধতার জন্য দায়ী পানি নিষ্কাশনের দায়িত্বে থাকা সেবা সংস্থাগুলোর মধ্যে দ্বন্দ্ব ও সমন্বয়হীনতা। এজন্য চট্টগ্রাম এগিয়ে যেতে পারছেন না বলে মনে করেন তারা।
সোমবার (৭ আগস্ট) নগরীর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত চ্যানেল আইয়ের টক শো তৃতীয় মাত্রায় এসব বিষয় উঠে আসে।
অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় প্যানেল আলোচক ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী; চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুস ছালাম; নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং বাংলাদেশর কমিউনিস্ট পার্টি চট্টগ্রামের সভাপতি অশোক সাহা।
অনুষ্ঠানে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, 'চট্টগ্রাম বাণিজ্যিক নগরী এটি শুধু একটি রাজনৈতিক স্লোগান। কিন্তু এর বাস্তবায়ন নেই। চট্টগ্রামের উন্নয়নের সিদ্ধান্ত এখানকার মানুষের হাতে নেই। প্রকৃত সমস্যা সম্পর্কে যাদের ধারণা আছে, জাতীয় পর্যায়ে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করতে হবে তাদের। চট্টগ্রামের সাথে বিভিন্ন এলাকার সংযোগ স্থাপনে, রাস্তা নির্মাণের প্রকল্প ছাড়া কর্ণফুলী টানেল তৈরির প্রকৃত উদ্দেশ্য সাধন হবে না। ড্রেইনেজ সমস্যা সমাধানে কর্ণফুলী নদী খননের বিকল্প নেই।'
সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুস সালাম বলেন, 'প্রকল্প অনুমোদনকারী ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে। চট্টগ্রামের উন্নয়ন একসময় বন্দর কেন্দ্রিক হলেও- বর্তমানে চট্টগ্রামকে ইকোনোমিক হাব হিসেবে ভিত্তি করে উন্নয়ন প্রকল্প নেয়া হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে মাস্টারপ্ল্যানও রয়েছে। সিডিএ'কে সেই অনুসারে কাজ করতে হবে।'
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নের পথে মূল সমস্যা হলো মন্ত্রণালয় ও সেবাপ্রদানকারী সংস্থাসমূহের মধ্যে সমন্বয়হীনতা এবং পরিকল্পনার অভাব। এর পেছনে রাজনীতিবিদদের মধ্যে সমন্বয়হীনতাও দায়ী।
চট্টগ্রামের উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সকলকে একত্রে কাজ করতে আহ্বান জানান তিনি।
বাংলাদেশর কমিউনিস্ট পার্টির সভাপতি অশোক সাহা বলেন, 'চট্টগ্রামের মূল সমস্যা টাকা নয়, নেতাদের মতের ভিন্নতা। চট্টগ্রামে বিনিয়োগ করা হচ্ছে, বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে কিন্তু এর সুফলভোগী সাধারণ মানুষ নয়। চট্টগ্রামের জলাবদ্ধতার পেছনে পরিকল্পনা ও বাস্তবায়নের অভাব দায়ী।'
অনুষ্ঠানের শেষ অংশে দর্শকরা সরাসরি আলোচকদের স্থানীয় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং আলোচকরা তার উত্তর দেন।