ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে ১৫ ঘরবাড়ি বিধ্বস্ত
শুক্রবার (৬ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্নেডোতে অন্তত ১৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ভেঙে পড়েছে বেশ কিছু গাছপালা।
শুক্রবার বিকেল ৪টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মেরাতলি গ্রামে আঘাত হানে টর্নেডো। তবে এতে ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল সেখানে। এরমধ্যে বিকেলে টর্নেডো আঘাত হানে। এতে ১৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বেশিরভাগ ঘরের চালা উড়ে যায় বাতাসে। এছাড়া অর্ধশত গাছপালা ভেঙে পড়ে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সরওয়ার উদ্দিন জানান, টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। পরবর্তীতে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তা দেওয়া হবে।