৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা তৃণমূল বিএনপির
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশে নেওয়ার পাশাপাশি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। দলটির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী জানান, এসংখ্যক আসনে প্রার্থী দেয়ার চেষ্টা থাকবে।
আজ বুধবার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক যোগদান অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
শমশের মবিন চৌধুরী বলেন, 'আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।'
তিনি বলেন, আমরা জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তারা তা অক্ষরে অক্ষরে পালন করবে, এটা আমাদের দাবি।
শমশের মবিন চৌধুরী এক সময় ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা।
আগের সপ্তাহে টানা ৭২ ঘণ্টা এবং চলতি সপ্তাহে ৫ কর্মদিবসের মধ্যে চার দিনের অবরোধের তৃতীয় দিন বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬ শতাধিক নেতাকর্মী, এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিকরা তৃণমূল বিএনপিতে যোগ দেন।
তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মাজমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নির্বাহী চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ। সঞ্চালনা করেন তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আনাস আলী খান।
২০১৫ সালে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপি গঠন করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দলটিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।