বঙ্গবন্ধু টানেলের গোলচক্করে বাস উল্টে নিহত ১, আহত ১৩
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সী-বিচ এলাকায় বঙ্গবন্ধু টানেলের গোলচক্করে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। বাসটি বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার কথা ছিল।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাসযাত্রী মোহাম্মদ আবুল হোসেনের (৩৫) বাড়ির কক্সবাজারের চকরিয়া এলাকায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম টিবিএসকে বলেন, শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি টানেল হয়ে আনোয়ারা যাওয়ার পথে গোলচক্করে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে একজন নিহত ও ১৩ বাসযাত্রী গুরুতর আহত হয়েছে।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বাসের চালক পলাতক রয়েছেন।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।