ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ প্রার্থীকে বড় ব্যবধানে হারালেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা একরামুজ্জামান
জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নৌকার প্রার্থী বদরুদ্দোজা ফরহাদ হোসেনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হাবিবুর রহমান রোববার (৭ জানুয়ারি) রাতে জানান, স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার বিএনপির সিদ্ধান্তকে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করার পর বিএনপি থেকে বহিষ্কৃত হন একরামুজ্জামান।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী শাহানুল করিম পেয়েছেন ২০৪ ভোট, ইসলামী ফ্রন্টের প্রার্থী ইসলাম উদ্দিন পেয়েছেন ৪২৭ ভোট এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বকুল হোসেন পেয়েছেন ১৪০ ভোট।
গত ২০ বছর ধরে নাসিরনগরের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন একরামুজ্জামান।
তিনি নির্বাচনি এলাকায় জনপ্রিয় হলেও আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি তার জয়ে বড় ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনটি আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। ১৯৯৬ সাল থেকে এ আসনটি ক্ষমতাসীন দলের দখলে।