দেড় বছর পর নতুন সূচিতে কাল থেকে অফিস চলবে ৯টা–৫টা
ঈদুল আজহার ছুটি শেষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দৈনিক কার্যক্রমের সময়সূচি পরিবর্তন হচ্ছে।
আগামীকাল বুধবার (১৯ জুন) থেকে অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত।
এখন থেকে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার এ সময়সূচি মেনে চলা হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
গত ৩ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন এ সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করে।
দাপ্তিরক এ নতুন সময়সূচিতে দুপর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।
২০২২ সালের ১৫ নভেম্বর থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা চিন্তা করে অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়। সে অনুযায়ী এতদিন পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ৯টা–৪টা কাজ করতেন।
এদিকে ঈদের ছুটির পর কাল থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নিয়মে ব্যাংকগুলোর লেনদেন কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।