খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, "আমি যতদূর জানি, খালেদা জিয়ার কার্ডিওভাসকুলার চিকিৎসার অংশ হিসেবে তার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কিডনির বিষয়ে আমি কিছু জানি না। তাকে বিদেশে পাঠানোর বিষয়ে আমরা কোনো আবেদন পাইনি।"
আজ রোববার (২৩ জুন) ঢাকার জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে (জেএটিআই) সিনিয়র সহকারী জজদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনো আইনি বিধান নেই।
আনিসুল হক বলেন, "খালেদা জিয়ার কারাদণ্ড একটি নির্বাহী আদেশের মাধ্যমে স্থগিত করা হয়েছে। নির্বাহী আদেশটি একটি আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। আমি আইনের বক্তব্যে বলছি, নির্বাহী আদেশটি যে আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে, সেই আইনে এখন তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যায় না।"
২০২০ সালের ২৫ মার্চ কারাগার থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মানবিক কারণে এক নির্বাহী আদেশের মাধ্যমে তার কারাদণ্ড স্থগিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাম্প্রতিক মাসগুলোতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা; এর আগেও বেশ কয়েকবার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।
সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও খালেদা জিয়ার অবস্থা সংকটজনক উল্লেখ করে, উন্নত চিকিৎসা সেবার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।