ঘূর্ণিঝড় রিমালে নিহত ২০, ক্ষয়ক্ষতি ৭ হাজার ৪৮২ কোটি টাকা: সংসদে প্রতিমন্ত্রী
ঘূর্ণিঝড় রিমালে সারাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ হাজার ৪৮২ কোটি টাকা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
রবিবার (২৩ জুন) জাতীয় সংসদে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম আতাউল হকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
চট্টগ্রাম-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রিমালের আঘাতে ২০ জন মারা গেছেন এবং ক্ষতিগ্রস্তের সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮১৭ জন।
সংরক্ষিত আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য পারভীন জামানের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম চৌধুরী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত গত ১৫ বছরে ১১ লাখ ১৪ হাজার ৩১২ জন নারী কর্মী কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন।
প্রতিমন্ত্রী বলেন, এসব নারী কর্মীর বেশিরভাগই সৌদি আরবে গেছেন।