সংবিধান সংস্কার: কীভাবে গঠিত হবে উচ্চ ও নিম্নকক্ষ, মেয়াদ হবে ৪ বছর 

দ্বিকক্ষ-বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এরমধ্যে একটি নিম্নকক্ষ বা জাতীয় সংসদ (ন্যাশনাল এসেম্বলি) এবং একটি উচ্চকক্ষ (সিনেট)। উভয় কক্ষের মেয়াদ হবে চার বছর।