ভিডিও | কোটা আন্দোলনের কারণে গাড়ি ছেড়ে সিএনজিতে চেপে স্পিকারের সঙ্গে দেখা করলেন ইইউ রাষ্ট্রদূত
কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের চলমান সড়ক অবরোধের কারণে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে গাড়ি ছেড়ে সিএনজি-চালিত অটোরিকশায় চড়তে হয়েছে।
বুধবার (১০ জুলাই) ঢাকা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে গাড়িতে করে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে নির্ধারিত বিদায়ী সাক্ষাতের জন্য সংসদ ভবনে যাচ্ছিলেন তিনি।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে হোয়াইটলির গাড়িও এক্সপ্রেসওয়েতে আটকা পড়ে। এদিন অবরোধের কারণে রাজধানীতে যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন।
এ ঘটনা নিয়ে নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করেছেন চার্লস হোয়াইটলি। ডেপুটি হেড অব মিশন ড. বার্ন্ড স্প্যানিয়ারের তোলা ভিডিওতে রাজধানীতে তাদের ভিন্নধর্মী এ 'অভিযানের' বিভিন্ন দিক ফুটে উঠেছে।
ভিডিওতে দেখা গেছে, তারা কিছু পথ হেঁটে পাড়ি দিয়েছেন, বাকি পথটুকুর জন্য সিএনজি-চালিত অটোরিকশায় চড়েছেন।
'বিক্ষোভের কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়ি থেমে নেমে যাই এবং সিএনজির মাধ্যমে মাননীয় স্পিকারের সঙ্গে দেখা করতে যাই…,' ভিডিওর সঙ্গে ফেসবুকে লিখেছেন হোয়াইটলি।
বাংলাদেশে নিজের তিন বছরের মেয়াদ শেষে ঢাকা ছাড়ার কথা রয়েছে চার্লস হোয়াইটলির।