নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চাষাঢ়া স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে মিছিল বের করে তারা।
মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক ধরে ২ নম্বর রেলগেইট অভিমুখে যাত্রা শুরু করেছে।
এর আগে, গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা আলোক প্রজ্জালন কর্মসূচি পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হন। তবে আজ শহরে এখন পর্যন্ত কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।
এদিকে, বেলা পৌনে ১২টা নাগাদ চাষাঢ়ায় উপস্থিত হয় বিজিবির একটি দল। এসময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিজিবি সদস্যরা। কেউ কেউ 'ভুয়া, ভুয়া' বলে স্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীদের একটি দল তাদের নিরাপদে স্থান ত্যাগের সুযোগ করে দেয়।
এর আগে, শুক্রবার (২ আগস্ট) রাত ৮টার দিকে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে 'হামলা করে হত্যা'র প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলনের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ-সমন্বয়ক রিফাত রশিদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা পোস্ট ও ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তারা
আন্দোলনের এই সমন্বয়করা এসময় সারাদেশের মানুষকে অলি-গলি ও পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।