এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ ফাইভ সিলেট বোর্ডে, বেড়েছে পাসের হার
এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রেকর্ড সংখ্যক জিপিএ ফাইভ অর্জন করেছে সিলেট শিক্ষা বোর্ড।
এ শিক্ষা বোর্ডে মোট ৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। গত বছর জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৬৯৯ জন।
জিপিএ ফাইভের রেকর্ড ছাড়াও সিলেট শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার বৃদ্ধি পেয়েছে। এ বছর পাশের হার ৮৫.৩৯ শতাংশ, যা গত বছরের ৭১.৬২ শতাংশ পাসের হারের তুলনায় ১৩.৭৭ শতাংশ বেশি।
আজ (১৫ অক্টোবর) সিলেট শিক্ষা বোর্ডের বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জাকির আহমাদ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন এবং ফলাফল সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।
উপস্থিতি, পাসের হার, এবং জিপিএ ফাইভ অর্জনের দিক থেকে ছাত্রীরা ছাত্রদের থেকে এগিয়ে আছেন।
৪৯ হাজার ৩৫৪ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ৪২ জন ৬৬১ জন পাস করেছেন। মোট পাসের হার ৮৬.০৪ শতাংশ। এছাড়াও জিপিএ ফাইভ পেয়েছেন ৩ হাজার ৮২৯ জন ছাত্রী।
তুলনামূলকভাবে, ছাত্রদের পাসের হার ছিল ৮৩.৮৫ শতাংশ। মোট ৩৩ হাজার ৮১১ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৫১ জন। জিপিএ ফাইভ পেয়েছেন মোট ২ হাজার ৮৬৯ জন ছাত্র।
উল্লেখ্য, এ বছরের এইচএসসি এবং সমমানের পরীক্ষার সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কিছু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বাকি পরীক্ষা বাতিল করা হয়। বাতিল হওয়া পরীক্ষাগুলোর নম্বর শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়।