রিট প্রত্যাহার প্রসঙ্গে যা বললেন হাসনাত, সারজিসের আইনজীবী
১১ রাজনৈতিক দল নিষিদ্ধের প্রত্যাহারের বিষয়ে রিটকারীদের আইনজীবী আহসানুল করিম জানিয়েছেন, সার্বিক গণতন্ত্র উত্তরণের জন্য ও দেশের সার্বিক মঙ্গলের জন্য তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন আইনজীবী আহসানুল করিম ।
তিনি বলেন, "কোনো মামলা যদি ক্লায়েন্ট (মক্কেল) প্রত্যাহার করতে চান, তিনি তখন মামলা প্রত্যাহার করার নির্দেশনা দেন। আর আইনজীবী সে হিসেবে কাজ করেন। মক্কেল কখনো মামলা প্রত্যাহার করার কারণ বলেন না। সুতরাং আমি তো বলতে পারব না কি কারণে মামলাটা চালানো হচ্ছে না।"
এ বিষয়ে নিজের মতামত তুলে ধরে তিনি আরও বলেন, "এটা বোঝা যায় সার্বিক গণতন্ত্র উত্তরণের জন্য ও দেশের সার্বিক মঙ্গলের জন্য আবেদনকারীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। যখন কেউ কোনো মামলা চালাতে না চায় তখন তা কার্যতালিকা থেকে বাদ হয়ে যায়।"
আবেদনে ১১ দলের বিষয়ে তিনি বলেন, "এখানে ভুলক্রমে কিছু দলের নাম চলে এসেছে। কিছু নাম বাদও পড়েছে। সেটা সংশোধনের প্রয়োজন ছিল। যদি মামলা চলতো হতো তাহলে নামগুলো বাদ যেতো।"
উল্লেখ্য, আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দলকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট না চালানোর সিদ্ধান্ত নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
একই সাথে তারা গত তিন সংসদ নির্বাচনের (১০ম, ১১ম এবং ১২ম) বৈধতা নিয়ে করা আরেকটি রিট আবেদনও এগিয়ে নেবেন না বলে জানিয়েছেন।
দুটি রিট আবেদন আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর উচ্চ আদালত বেঞ্চে ২০৮ এবং ২০৯ ক্রমিক নম্বর হিসেবে তালিকাভুক্ত ছিল।
আদালতের কার্যক্রম শুরু হলে রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম আদালতকে জানান, তার মক্কেলরা এ দুটি রিট চালাবেন না।
এরপর, আদালত রিট আবেদনগুলোকে তালিকা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।