রেশনিং ব্যবস্থা চালুসহ ৮ দফা দাবি পোশাক শ্রমিকদের
গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন (বিটিজিডব্লিউএফ)।
আজ শনিবার (২৩ নভেম্বর) ঢাকায় "অন্তর্বর্তীকালীন সরকার: চলমান শ্রমিক অসন্তোষ, শ্রম অধিকার এবং আমাদের করণীয়" শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এই দাবি উপস্থাপন করা হয়।
বিটিজিডব্লিউএফ-এর সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল লিখিত বক্তব্যে এই দাবিগুলো তুলে ধরেন।
তিনি বলেন, পোশাক শ্রমিকদের জন্য চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে সরবরাহের জন্য রেশন কার্ড চালু করা অত্যন্ত জরুরি।
তিনি সংবিধান সংশোধনের মাধ্যমে সব শ্রমিকের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে– আইএলও কনভেনশন অনুযায়ী ইপিজেডসহ সব গার্মেন্টস কারখানায় ট্রেড ইউনিয়ন কার্যক্রম চালুর অনুমতি এবং ট্রেড ইউনিয়ন নিবন্ধনের বাধা দূর করা, শ্রমিকদের স্বাস্থ্য ও জীবিকার নিরাপত্তায় "জরুরি স্বাস্থ্য ও নিরাপত্তা তহবিল" গঠন।
এছাড়া, বেকার, প্রতিবন্ধী ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের সহায়তার জন্য "সর্বজনীন কল্যাণ তহবিল" তৈরি; শ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসের ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
বিটিজিডব্লিউএফ এই দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।