রোববার বিআরটি করিডোরে এসি বাস পরিষেবা চালু করবে বিআরটিসি
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে আগামীকাল থেকে বহুল প্রতীক্ষিত এসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার।
পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে রোববার (১৫ ডিসেম্বর) শিববাড়িতে এটির উদ্বোধন করা হবে।
প্রাথমিকভাবে বিআরটি লেন দিয়ে বিআরটিসির ১০টি এসি বাস সাড়ে ৪২ কিলোমিটার পথে চলাচল করবে।
শনিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
রুটটি গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার বিস্তৃত।
শিববাড়ি থেকে বিমানবন্দর ভ্রমণের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা, আর শিববাড়ি থেকে গুলিস্তান যাতায়াতের ভাড়া ১৪০ টাকা।
যাত্রীদের চাহিদা এবং রুট বরাবর স্টেশনগুলোর সম্পূর্ণ প্রস্তুতির বিষয় বিবেচনায় নিয়ে পরে বাসের সংখ্যা বাড়ানো হবে।
বিআরটি করিডোরে এসি বাস সার্ভিসের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সরকার সকল অংশীজনদের সহযোগিতা কামনা করেছে।
এ পরিষেবাটি এই অঞ্চলে ক্রমবর্ধমান যানজটের উদ্বেগের সমাধান করার পাশাপাশি যাত্রীদের জন্য একটি আরামদায়ক এবং দক্ষ পরিবহন বিকল্প সেবা সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।