রাজশাহী থেকে দেশের সব রুটের বাস চলাচল শুরু
প্রশাসনের সাথে বৈঠকের পর রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুুপুর সাড়ে ১২টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে, বেলা ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে বাস মালিক-শ্রমিকদের সাথে সিএনজি চালকদের বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, "বৈঠকে বাস শ্রমিকদের সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে। যারা আহত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, বাস শ্রমিকদের সাথে সিএনজি চালকদের দ্বন্দ্ব নিরসনে প্রশাসন কাজ করবে বলে জানানো হয়েছে।"
এর আগে শ্রমিকরা অভিযোগ করেন, সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বাস চালকদের কয়েকজনকে মারধোর করেন সিএনজি চালকরা। তাদের মধ্যে গুরুতর আহত হয়ে দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর প্রতিবাদেই তারা বাস চলাচল বন্ধ করে রেখেছেন।
একই ঘটনার জের ধরে সোমবারেও (১৬ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত সাড়ে ৬ ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।
এদিকে, বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেককেই অগ্রিম টিকিট ফেরত দিতে আসতে দেখা যায় বাস কাউন্টারে।