রাজশাহীতে আজও বন্ধ ঢাকাগামী বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা
রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো আজও (১৭ ডিসেম্বর) ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে ঢাকাসহ কোনো রুটের বাস চলাচল করছে না। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গতকাল সোমবারেও (১৬ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত সাড়ে ৬ ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।
ঢাকাগামী দেশ ট্রাভেলসের রাজশাহী কাউন্টারের কর্মচারী লিটন বলেন, "গতকাল সাড়ে ছয় ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর, রাতে বাস চলাচল করতে দেওয়া হয়েছিল। আজ ভোর ৪টা থেকে আবার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।"
তিনি বলেন, "যাত্রীরা যারা আগে টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। কখন আবার বাস চলাচল শুরু হবে বলা যাচ্ছে না।"
অগ্রিম টিকিকের টাকা ফেরত নিতে রাজশাহীর কাঁকনহাট থেকে এসেছেন মাইনুল ইসলাম। তিনি বলেন, আজ দুপুর ১২টার গাড়িতে টিকিট কেটেছিলেন। কিন্তু বাস না চলায় টিকিট ফেরত দিয়ে গেলেন।
শ্রমিকদের অভিযোগ, গতকাল সকালে বাস চালকদের কয়েকজনকে মারধোর করেন সিএনজি চালক। তাদের মধ্যে গুরুতর আহত হয়ে দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর প্রতিবাদে তারা বাস চলাচল বন্ধ কর রেখেছেন।
রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, "আমাদের ৫ জন শ্রমিক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে দুইজন গুরুতর আহত; একজন আইসিইউতে ভর্তি আছেন।"
তিনি বলেন, "বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আমাদের মিটিং আছে। মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্ত পাবো আশা করছি।"
"আমরা আসলে বাস বন্ধ করতে চাই না। যাত্রীদের ভোগান্তি হোক এটাও চাইনা। কিন্তু শ্রমিকদের যেভাবে আহত করা হয়েছে, এর সুষ্ঠু সমাধান হওয়া দরকার," যোগ করেন তিনি।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা বলেন, "আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে, যার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা শ্রমিকরা নিরাপত্তা চাই। বাস নিয়ে উপজেলায় যাবে, আর শ্রমিকরা মারধোর করবে- এটা হতে দেওয়া যায় না।"