ঢাকা মেডিকেল কলেজেও সাদ-জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ, সেনাবাহিনী মোতায়েন
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও মাওলানা জুবায়েরের অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের বিরুদ্ধে।
সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আহতরা জানান, তারা চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে আসলে আবারও হামলা চালানো হয়। পুলিশ হামলাকারীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সফল হয়নি। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ব ইজতেমা শুরুর আগেই ময়দান দখলকে কেন্দ্র করে বিবাদমান দুই দলের মধ্যে বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৩টায় রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
আহত ৪০ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এদের মধ্যে সাতজনকে ভর্তি রাখা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র্যাব
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, কাকরাইল মসজিদ ও আশপাশে এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।
র্যাব-৩ এর সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল ইসলাম জানান, টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র্যাব-৩ এর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত কাকরাইল মসজিদ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।