সকল ধরনের সভা, সমাবেশ বন্ধ রাখার সুপারিশ কোভিড-১৯ বিষয়ক জাতীয় কমিটির
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি করোনাভাইরাসের অতি-সংক্রামক ওমিক্রন ভেরিয়েন্টের বিস্তার রোধে সব ধরনের সামাজিক জমায়েত, সভা-সমাবেশ বন্ধ রাখার সুপারিশ করেছে।
শুক্রবার (৭ জানুয়ারি) কমিটির ৫০তম সভাশেষে এমন সুপারিশের কথা জানানো হয়।
প্রতিবেশী ভারতে অবনতিশীল কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির কথা উল্লেখ করে কমিটি বাংলাদেশে সংক্রমণ হার নিয়ন্ত্রণে সরকারি দিক-নির্দেশনা বাস্তবায়নের উপর জোর দিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রাজনৈতিক ও ধর্মীয় সভা-সমাবেশ এবং বিয়েশাদির মতো সামাজিক অনুষ্ঠানের মতো সকল ধরনের জনসমাগম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির ওপরও পরামর্শক কমিটি গুরুত্বারোপ করে।
শিক্ষার্থীসহ সকলকে দ্রুত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে বলেও মতপ্রকাশ করেছে জাতীয় কমিটি।