কোভিডের তৃতীয় ঢেউ: ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৩ জনের প্রাণহানি
কোভিড-১৯ রোগে দেশে দৈনিক মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৩ জন।
মৃত্যু বাড়লেও অবশ্য গত কয়েকদিন ধরে নিম্নমুখী দৈনিক রোগী শনাক্তের সংখ্যা। মঙ্গলবার ৮ হাজার ৩৫৪ জন করোনাভাইরাস সংক্রমিতকে শনাক্ত করা হয়েছে।
কমেছে শনাক্তের হারও, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৬৯৮ নমুনা পরীক্ষার বিপরীতে যা ২০ দশমিক শূন্য ৩ শতাংশে নেমে আসে।
এর আগে সোমবার দেশে ৩৮ জনের মৃত্যু এবং ৯ হাজার ৩৬৯ জনকে শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
আজকের সংখ্যা মিলে দেশে কোভিডজনিত কারণে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬৭০ জনের, আর মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন।
এদিকে মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় ঢাকা বিভাগকে ছাড়িয়ে ১৩ জন মারা গেছেন খুলনায়। চট্টগ্রামে ১১ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় ১৫, রাজশাহীতে দুজন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
এছাড়া, ২৪ ঘণ্টায় কোভিড-১৯ মুক্ত হয়েছে ১০ হাজার ৮০০ রোগী।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওই মাসের ১৮ তারিখেই প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।