করোনায় আরও ৩০ জনের মৃত্যু, ১০ হাজারের নিচে নেমেছে দৈনিক শনাক্তের সংখ্যা
করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা নাগাদ এসময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৯ হাজার ৫২ জনের দেহে।
পরীক্ষার বিপরীতে পজিটিভিটি রেট বা শনাক্তের হারও কমে ২২.৯৫ শতাংশে নেমেছে, যা আগের দিনে ছিল ২৫.৮৬ শতাংশ।
নতুন বছরের শুরুতেই দেশে করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেঊ দেখা দেয়, গত ২৫ জানুয়ারি ১৬ হাজার ৩৩ জনকে শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
একইমাসে সর্বোচ্চ ৩৩.৩৭ শতাংশ শনাক্ত হার রেকর্ড হয়।
গত বৃহস্পতিবার কোভিড-১৯ রোগে ৩৩ জনের মৃত্যু হয়, আর শনাক্ত হয় ১১ হাজার ৫৯৬ জন।
আজকে জানানো পরিসংখ্যান যোগ হয়ে দেশে কোভিড-জনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৪ জনে। আর এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন।
শুক্রবার যাদের মৃত্যুর তথ্য জানানো হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৭ জন। চট্টগ্রামে পাঁচজন, সিলেটে তিন এবং রাজশাহী ও খুলনা বিভাগে দুটি করে প্রাণহানি হয়েছে। বরিশালে মারা গেছেন আরও একজন।
গেল ২৪ ঘণ্টায় ৬ হাজার ২২৮ জন রোগীকে কোভিডমুক্ত ঘোষণা করা হয়, সুস্থতার হার ৮৬.০৪ শতাংশ।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চে। প্রথম মৃত্যুর ঘটনা জানানো হয় ওই মাসেরই ১৮ তারিখে।